রবিবার, ১০ জুলাই, ২০২২

ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ও এর ফলে সৃষ্ট ডায়াবেটিসের চিকিৎসা

অগ্ন্যাশয়ের দীর্ঘমেয়াদী প্রদাহ অর্থ্যাৎ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর ফলে অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। আর যথা সময়ে কার্যকর হোমিওপ্যাথিক চিকিৎসা নেয়ায় প্যানক্রিয়াটাইটিস এবং এর ফলে সৃষ্ট ডায়াবেটিসের জটিলতা দিন দিন বেড়ে চলেছে অনেকেরই। কারণ অধিকাংশ লোকজনই নিজের অজ্ঞতা বশতঃ এই রোগে শুরুতেই স্থায়ী হোমিওপ্যাথিক চিকিৎসা না নিয়ে ওয়ান টাইম অর্থাৎ ক্ষণস্থায়ী এলোপ্যাথিক চিকিৎসা নিয়ে থাকে।

মনে রাখতে হবে - বর্তমান বিশ্বে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস Pancreatitis এবং এর কারণে সৃষ্ট যুক্ত ডায়াবেটিস নির্মূলের একমাত্র কার্যকর চিকিৎসা হলো হোমিওপ্যাথি। তবে রোগের শুরুতেই প্রপার হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে হবে তাহলে দ্রুত ফলাফল পাবে যেকোন রোগী। অগ্ন্যাশয়ের দীর্ঘমেয়াদী প্রদাহের ফলে অগ্ন্যাশয় ফুলে যায় আর যার ফলে ইনসুলিন উৎপাদনকারী সেলগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় যা মেরামত করে অগ্ন্যাশয়ের প্রদাহ স্থায়ীভাবে দূর করে ডায়াবেটিস নির্মূলের ক্ষেত্রে স্রষ্টার এক বিশেষ আর্শীবাদ হলো হোমিওপ্যাথি।
ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ও এর ফলে সৃষ্ট ডায়াবেটিসের চিকিৎসা
প্যানক্রিয়াসের মধ্যে আইলেট সেল নামক কিছু সেল থাকে যে সেলগুলো ইনসুলিন নামক হরমোন নিঃসরণ করে। ইনসুলিন ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। এ সেলগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে ইনসুলিনের নিঃসরণ কম হবে। রোগীর ডায়াবেটিস হবে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বা সার্জারি করে প্যানক্রিয়াসের টিউমার অপসারণ করা হলে রোগী ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে।

যারা বহু বছর যাবৎ এই সমস্যায় ভুগছিলেন এবং দেশ বিদেশে এলোপ্যাথিক চিকিৎসা নিয়েও স্থায়ী কোন ফলাফল পাননি। তারা সবাই ওয়ান টাইম এলোপ্যাথিক ঔষধ খেয়ে খেয়ে উপর পেটের ব্যথা এবং ক্রমাগত ইনসুলিন নিয়ে সুগার নিয়ন্ত্রণ রাখার চেস্ট করতেন কিন্তু রোগ জটিলতা দিন দিন বাড়তে থাকায় প্রায় সবার অবস্থাই খারাপের দিকে যাচ্ছিল। আপনারা জেনে হয়তো আনন্দিত হবেন যে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এবং এর ফলে সৃষ্ট ডায়াবেটিস স্থায়ীভাবে নির্মূলের ক্ষেত্রে হোমিওপ্যাথি বর্তমান বিশ্বে নাম্বার ওয়ান চিকিৎসা পদ্ধতি।

তবে যে বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে - এ ক্ষেত্রে আপনি যেখানে সেখানে হোমিও চিকিৎসা নিলেই আর কিছু হোমিও ঔষধ খেলেই সুস্থ হয়ে যাবেন না। কারণ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সমস্যার পেছনে দায়ী থাকে জটিল প্রকৃতির True Diseases বা প্রকৃত রোগ। একজন দক্ষ হোমিও চিকিৎসকই মূলত আপনার DNA তে Predominant প্রকৃত রোগগুলি হোমিওপ্যাথিক নিয়মে ইনভেস্টিগেশন করে নির্ণয় করতে পারেন। তখন সেই আলোকে প্রোপার হোমিও চিকিৎসা দিলেই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এবং এর ফলে সৃষ্টি হওয়া ডায়াবেটিস স্থায়ী ভাবে নির্মূল হওয়া সময়ের ব্যাপার মাত্র। 

এ ক্ষেত্রে আপনার DNA তে Predominant প্রকৃত রোগ বা True Diseases নির্ণয় করতে হোমিওপ্যাথিক নিয়মে একটি ইনভেস্টিগেশন প্রয়োজন যেহেতু আপনার শরীরে শক্তিকৃত হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করা হবে। এক্ষেত্রে পেশেন্টের শৈশবের জীবনদর্শন, বিগত জীবনে কি কি স্বাস্থ জটিলতায় ভুগেছেন। তার নিকট আত্মীয় যেমনঃ মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদী, নানা-নানী তাদেরও হিস্টি নিবেন চিকিৎসক। এক্ষেত্রে অবশ্যই বিস্তারিত তথ্যাবলী দিয়ে সাহায্য করতে হবে চিকিৎসককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।

যা যা জেনেছেন 

  • ক্রনিক প্যানক্রিয়াটাইটিস রোগ কি
  • প্যানক্রিয়াটাইটিস বিশেষজ্ঞ
  • প্যানক্রিয়াটাইটিস এর চিকিৎসা
  • ক্রনিক প্যানক্রিয়াটাইটিস চিকিৎসা
  • তীব্র প্যানক্রিয়াটাইটিস চিকিৎসা
  • প্যানক্রিয়াটাইটিস বিশেষজ্ঞ বাংলাদেশ
  • প্যানক্রিয়াটাইটিস ও ডায়াবেটিস
ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ও এর ফলে সৃষ্ট ডায়াবেটিসের চিকিৎসা Dr. Delowar Jahan Imran 5 of 5
অগ্ন্যাশয়ের দীর্ঘমেয়াদী প্রদাহ অর্থ্যাৎ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর ফলে অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। আর যথা সময়ে কার্যকর হোমিওপ্যাথিক ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন